যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৮| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৬
অ- অ+

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফকে (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। রবিবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজিরবাগ এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

তিনি জানান, রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি জান শরীফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জান শরীফের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা নং-৮১(২)১২ এবং জিআর মামলা নং-৪২৭/২২ রয়েছে। তিনি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/১৯(৪) ধারায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই: রিজওয়ানা
অবৈধ অভিবাসন নিয়ে কঠোর বার্তা মা‌র্কিন দূতাবাসের
মুজিব ও জিয়া হত্যাকাণ্ড—একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা
জিয়াউর রহমান: এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা