সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৫২| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৫৪
অ- অ+

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজারের একটি হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় ধরনের কোনো জটিলতা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজার যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে ছিলেন একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ১৯ আগস্ট কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও হঠাৎ অসুস্থতার কারণে শনিবার রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর-৪ আসনে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা
পানি থেকে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক দূর করার সহজ উপায়, জেনে নিন
দেহে রক্ত বাড়ায় ভেষজ ঔষধি লাল বিট, ডায়াবেটিস ও ক্যানসার নিয়ন্ত্রণ করে
ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা