অবৈধ অভিবাসন নিয়ে কঠোর বার্তা মার্কিন দূতাবাসের

অবৈধ অভিবাসনের ঝুঁকি ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রবিবার (১৭ আগস্ট) দূতাবাসের সরকারি ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা একটি গুরুতর অপরাধ। এর ফলে আটক, নির্বাসন এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য হওয়ার মতো শাস্তি হতে পারে।
দূতাবাস আরও জানায়, “এই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যাত্রা আপনাকে কারাগারে নিয়ে যেতে পারে অথবা আপনার রেকর্ডে এমন এক স্থায়ী দাগ রেখে দিতে পারে, যার কারণে আপনাকে আবারও ফিরে যেতে হবে সেই জায়গায় যেখান থেকে আপনি যাত্রা শুরু করেছিলেন।”
এর আগে একাধিকবার অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে বৈধ উপায়ে অভিবাসন ও ভ্রমণের আহ্বান জানিয়ে তারা অবৈধ পথ পরিহারের পরামর্শ দিয়েছে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন