মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৩০| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৩
অ- অ+

রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে।

রবিবার রাত সাতটা ১৮ মিনিটে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাখালীর আরজতপাড়া গলির মুখে (ইউনিভার্সাল মেডিকেলের পাশে) পেট্রোল পাম্পটিতে আগুন লাগে। সেখানে অকটেন, ডিজেল ও সিএনজি জ্বালানি বিক্রি করা হতো। মূলত একটি গাড়িতে গ্যাস সরবরাহ করার সময় পাম্পে আগুন লাগে। পরে তা দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও আট ইউনিট বেড়ে মোট ১১ ইউনিট সেখানে কাজ শুরু করে।

এদিকে আগুনের ঘটনায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: স্মারকলিপি দেওয়া নিয়ে হইচই, কর্তৃপক্ষের বক্তব্য
ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে: আমিনুল হক
মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা: কামাল জামান মোল্লা
আধাঘন্টা পর মহাখালীর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা