ধানমন্ডির রিকশাচালক আজিজুর রহমানের জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫২| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৪
অ- অ+

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের সময় গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত রবিবার (১৭ আগস্ট) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।

আজিজুর রহমানের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৬ আগস্ট) আজিজুরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. তৌহিদুর রহমান কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাদীর সাক্ষ্যে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ রয়েছে। ওইদিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি ও বোমা নিক্ষেপ করলে ভুক্তভোগী আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন।

ঘটনার প্রায় আট মাস পর চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন আরিফুল ইসলাম। এ মামলায়ই আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে।

তবে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়, ধানমন্ডি ৩২ এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলায় আসামি করা হয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তাকে 'সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক' বলে অভিহিত করেছে পুলিশ।

অন্যদিকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি-না, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দক্ষ জনবল গড়ে তুলতে লজিস্টিকস সেক্টরে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
নগরকান্দায় এনসিপি নেতার পদত্যাগ
পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরে শেষ হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা