নগরকান্দায় এনসিপি নেতার পদত্যাগ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৮:১৪
অ- অ+

ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ রবিবার (১৭ আগস্ট) দলীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রের অনুলিপি ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নগরকান্দায় প্রেস ক্লাবে পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, ২০২৫ সালের জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হলেও কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি বলে তিনি দাবি করেন।

পদত্যাগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরহাদ হোসেন খান বলেন, আমাকে অবগত না করেই ওই কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদস্বরূপ আমি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছি।

ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ বলেন, রাজনীতিতে সবারই ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোন পদত্যাগ পত্র হাতে পাইনি।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন ভাগাগভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি: নজরুল ইসলাম 
স্বৈরাচারের পুনর্জাগরণ ও মৌলবাদ প্রতিহতে ঐক্যের আহ্বান তারেক রহমানের
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে প্রবীণ হিতৈষী সংঘে দোয়া মাহফিল ও উপহার বিতরণ
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা