বগুড়ায় খালের পানিতে ৬টি গ্রেনেড উদ্ধার

বগুড়া সদরের ছোট কুমিড়ায় একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ছোট কুমিড়া এলাকার ঝোপগাড়ি মার্কাস মসজিদের পেছনের খাল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘আজ দুপুরে কাজ করার সময় শ্রমিকরা গ্রেনেডগুলো দেখতে পান। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা আসেন।’
ওসি বলেন, গ্রেনেডগুলো বেশি পুরোনো নয়। ধারণা করা হচ্ছে কয়েক বছর আগের। গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করবে।’
(ঢাকাটাইমস/১৭আগস্ট/মোআ)

মন্তব্য করুন