আধাঘন্টা পর মহাখালীর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ২০:২৬
অ- অ+

রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় আধাঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালীর ওই পেট্রোল পাম্পটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সেখানে পৌঁছায়। তবে যানজটের কারণে তাদের ২৭ মিনিট আটকে থাকতে হয়। ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদরদপ্তর।

মহাখালীর আরজতপাড়া গলির মুখে (ইউনিভার্সাল মেডিকেলের পাশে) পেট্রোল পাম্পটিতে অকটেন, ডিজেল ও সিএনজি জ্বালানি বিক্রি করা হতো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবসরপ্রাপ্ত অফিসারদের বঞ্চনা পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নতুন গ্রন্থ প্রকাশ
৫০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব চান মঈন খান
যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তা কে ভয় পায়: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা