আধাঘন্টা পর মহাখালীর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় আধাঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালীর ওই পেট্রোল পাম্পটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সেখানে পৌঁছায়। তবে যানজটের কারণে তাদের ২৭ মিনিট আটকে থাকতে হয়। ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদরদপ্তর।
মহাখালীর আরজতপাড়া গলির মুখে (ইউনিভার্সাল মেডিকেলের পাশে) পেট্রোল পাম্পটিতে অকটেন, ডিজেল ও সিএনজি জ্বালানি বিক্রি করা হতো।

মন্তব্য করুন