চোরাচালান থেকে জলদস্যু দমন, সমুদ্র নিরাপত্তায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের দাপট

দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হাসান আজাদ।
অভিযানের সাফল্য:
* প্রায় ৪,২২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, ১,৫০০ বেহুন্দি জাল ও ৫,৬০০ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস।
* প্রায় ২৩ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১.৭৭ লাখ কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা ও ৬ কোটি ৭২ লাখ পিস চিংড়ির রেণু পোনা জব্দ।
* অবৈধ ট্রলিং প্রতিরোধে ১৩৩টি ট্রলার জব্দ, যার বাজারমূল্য প্রায় ১৩৫ কোটি টাকা।
* গত পাঁচ মাসে ২৯টি আগ্নেয়াস্ত্র, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি ধারালো অস্ত্র উদ্ধারসহ ৪৩ জন সন্ত্রাসী ও জলদস্যু আটক।
* মাদক বিরোধী অভিযানে ২১ লাখ টাকার বেশি মূল্যের গাঁজা ও ইয়াবা উদ্ধার।
* চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৩৯ লাখ টাকার হাঙর, শাপলা পাতা, অবৈধ পলিথিন, অপরিশোধিত পাম ওয়েল, হরিণের মাংস ও সিগারেট জব্দ।
* অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ৬ মাসে ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ।মানবিক কার্যক্রম:
* মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১,১২০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ।
* সার্চ অ্যান্ড রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত উদ্ধার, ৮ জনের মৃতদেহ উদ্ধার।
* গত ১০ এপ্রিল জলদস্যুদের কবল থেকে ৬৭ জন জেলে ও ৪টি ফিশিং ট্রলার উদ্ধার।
* কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ।
এছাড়া ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ বলেন, “সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম)

মন্তব্য করুন