যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তা কে ভয় পায়: টুকু

যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তা কে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায়না তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না।
রবিবার টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মরহুম আবুল হাশেমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর এদেশের গণতন্ত্র জনগণের ভোটার অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে।
সুলতান সালাউদ্দীন বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু এদেশে ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের, জনগণের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে।
নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলে, আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল হাসান সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ গালা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেবি)

মন্তব্য করুন