শিবচরে বিএনপির কর্মী সমাবেশ

মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা: কামাল জামান মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ২০:৩১
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে ব্যানার-ফ্যাস্টুন হাতে স্লোগান দিয়ে সমাবেশে আসেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৬ আগস্ট) বিকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের পাচ্চর গোলচক্কর এলাকায় মাদবরের চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা।

এ সময় প্রধান বক্তা ছিলেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান হোসেন সাজু, মাহাবুব মাদবর ও শাহাদাত হোসেন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি।’

‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রী সেজে আসা তিনজনের কাছে মিলল ৮৮৭ গ্রাম স্বর্ণ
অবসরপ্রাপ্ত অফিসারদের বঞ্চনা পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নতুন গ্রন্থ প্রকাশ
৫০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব চান মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা