জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন। তিনি বাসায় জানিয়েছিলেন, আজকের পত্রিকার বনশ্রীর অফিসে যাচ্ছেন। তবে তিনি অফিসে পৌঁছাননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও বাসায় রেখে গেছেন। এরপর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, বাবাকে খুঁজে না পেয়ে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন।
তিনি বলেন, “প্রতিদিনের মতো সকাল ১০টায় বাবাকে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে দেখেছি, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। অফিসেও উপস্থিত ছিলেন না।”
এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “বিভুরঞ্জনের ছেলে জিডি করেছেন। আমরা খোঁজ-খবর নেওয়া শুরু করেছি। তিনি ফোন বাসায় রেখেছিলেন, তাই লোকেশন ট্র্যাক করা যায়নি। সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখা হচ্ছে।”
রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেক ইসলাম জানান, বিভুরঞ্জন সরকার বাসা থেকে বের হওয়ার পর যা কিছু ঘটেছে, তা বোঝার জন্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন তারা।
এদিকে বিভুরঞ্জনের কর্মস্থল আজকের পত্রিকা থেকে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

মন্তব্য করুন