মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক জানান, উদ্ধারকৃত মরদেহের ফুটেজ দেখে এখনও কনফার্ম হতে পারিনি। মরদেহের বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। ফলে পুরোপুরি কনফার্ম হওয়া যাচ্ছে না। তবে বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে যাচ্ছেন মরদেহ শনাক্ত করতে।
বিভুরঞ্জন সরকারের ছোটভাই চিররঞ্জন সরকার জানান, আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। পুলিশ যে ছবি দেখিয়েছে, আমি নিশ্চিত ছবিটি দাদার। এখন কিছু ফরমালিটিজের জন্য যাওয়া।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি জিডি করেন।
পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন। তিনি বাসায় জানিয়েছিলেন, আজকের পত্রিকার বনশ্রীর অফিসে যাচ্ছেন। তবে তিনি অফিসে পৌঁছাননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও বাসায় রেখে গেছেন। এরপর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, বাবাকে খুঁজে না পেয়ে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন।
তিনি বলেন, “প্রতিদিনের মতো সকাল ১০টায় বাবাকে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে দেখেছি, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। অফিসেও উপস্থিত ছিলেন না।”
এদিকে আজকের পত্রিকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।
এছাড়া ২১ আগস্ট সকাল সোয়া ৯টায় বিভুরঞ্জন সরকার একটি লেখাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন। ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

মন্তব্য করুন