ববি হাজ্জাজের নির্বাচনী ভাগ্য কোথায়- ঢাকা-৬ নাকি ঢাকা-১৮?

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৫
অ- অ+

তিনি বেশ সুদর্শন। কথাও বলেন সুন্দর করে। তরুণ এই রাজনীতিকের বাবা বিপুল আলোচিত একজন মানুষ। দেশ-বিদেশে বিপুল ব্যবসার কথা একসময় প্রচলিত ছিল। ্একদল তরুণ-তরুণী নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে পথ চলেন। রাজকীয় এই জীবনযাপন শুধু নয়, নামের আগে ‘প্রিন্স’ শব্দটিও বসে গেছে তার। সেই বাবার ছেলে ববি হাজ্জাজ, রাজনৈতিক দল 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন' বা এনডিএমের চেয়ারম্যান।

বাবা রাজনীতিতে তেমন আগ্রহী না হলেও ববি হাজ্জাজ বিদেশি শিক্ষা নিয়ে দেশে এসে জড়িয়ে যান জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতাও হয়ে গেছে তার।

দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে নির্বাচনী হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। এ্ই আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ড. ববি হাজ্জাজ।

শোনা যাচ্ছে, ববি হাজ্জাজ রাজধানীর ঢাকা-৬ অথবা ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে তিনি এই দুটি আসনের যেকোনো একটিতে ছাড় পাবেন বলেও আশা করছেন।

ববি হাজ্জাজের পুরো নাম ইশতিয়াক সাদেক হাজ্জাজ। তার বাবা ‘প্রিন্স’ মুসা বিন শমসের, যিনি বাংলাদেশের একজন আলোচিত ব্যবসায়ী ব্যক্তিত্ব। ববি হাজ্জাজের বোন ন্যান্সি জাহারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলের স্ত্রী।

ববি হাজ্জাজের শিক্ষাজীবনও বেশ বর্ণাঢ্য। ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।

ববি হাজ্জাজের রাজনৈতিক পথচলা শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে। ২০১২ সালে তিনি এই পদে নিয়োগ পান। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে দাঁড়ান।

২০১৪ সালের নির্বাচনের সময় তার ভূমিকা তাকে জাতীয়ভাবে আলোচনায় নিয়ে আসে। ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৭ সালের এপ্রিলে তিনি তার নিজের রাজনৈতিক দল 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন' বা এনডিএম প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই দলের চেয়ারম্যান।

আগামী দিনে তার নির্বাচনী পরিকল্পনা কী? জানা যায়, ববি হাজ্জাজ এবার ঢাকা-৬ অথবা ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করতে চান। এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাই এই আসনটির প্রতি তার আগ্রহ পুরনো।

অন্যদিকে, ঢাকা-১৮ আসনটিও রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। ববি হাজ্জাজ আশা করছেন, বিএনপির জোটসঙ্গী হিসেবে তিনি এই দুটি আসনের যেকোনো একটিতে ছাড় পাবেন।

কিন্তু ববি হাজ্জাজের জন্য পথটি অত সহজ নয়। কারণ ঢাকা-৬ এবং ঢাকা-১৮, এই দুটি আসনেই বিএনপির একাধিক শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। ঢাকা-১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন এবং ২০২০ সালের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া এস এম জাহাঙ্গীর।

ঢাকা-৬ আসনেও মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আছেন বিএনপির একাধিক নেতা। যদিও সাম্প্রতিক সময়ে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে খুব বেশি আলোচনা গণমাধ্যমে আসেনি, তবে ঐতিহ্যগতভাবে এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী থাকে।

বিএনপি কি রাজধানীর এ দুটি আসনের কোনোটিতে ববি হাজ্জাজকে ছাড় দেবে?

ববি হাজ্জাজের ইতিবাচক দিক হলো, তার উচ্চশিক্ষা, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি। তিনি তার রাজনৈতিক দলকে একটি প্রগতিশীল ও আধুনিক দল হিসেবে উপস্থাপন করতে চান। তার পারিবারিক সংযোগও রাজনীতির মাঠে একটি বড় ফ্যাক্টর হতে পারে।

তবে তার বাবা মুসা বিন শমসেরের অতীত ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে, যা নির্বাচনে প্রতিপক্ষরা কাজে লাগানোর চেষ্টা করতে পারে। ববি হাজ্জাজকে ছাড় দেয়ার বেলায় এসব বিবেচনায় নিতে পারে বিএনপির হাইকমান্ড।

শেষ পর্যন্ত ববি হাজ্জাজ কোন আসন থেকে নির্বাচন করবেন, আদৌ বিএনপির সঙ্গে তার জোট হবে কি না, এবং হলে তিনি মনোনয়ন পাবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার এই নির্বাচনী আগ্রহ ঢাকার রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিয়ানমারে পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সাক্ষাৎ
পাবনা-৫: জামায়াতকে ছেড়ে দেওয়া আসন পুনরুদ্ধারে শিমুল বিশ্বাসেই ভরসা বিএনপির!
লক্ষ্মীপুরের ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা
আজ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা