এজিবির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ভাটারায় এজিবি সদর দপ্তরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এসময় উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, এজিবির অধিনায়ক পরিচালক রাসেল আহমেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তিনি।
এরপর আয়োজিত দরবারে মহাপরিচালক বলেন, এজিবির সদস্যদের আরও দক্ষ, পেশাদার ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণের মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
তিনি সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন এবং শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার বার্তা দেন।
তিনি আরও বলেন, সদস্যদের মৌলিক চাহিদা পূরণে বাহিনী কাজ করছে এবং তাদের প্রাপ্যতা নিশ্চিত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে এজিবির পক্ষ থেকে মহাপরিচালককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির পর প্রীতিভোজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

মন্তব্য করুন