পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড

বিদেশি পর্যটক আকৃষ্ট করতে অভিনব পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে।
পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাওং থিয়েনথং জানিয়েছেন, আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রায় ৭০০ মিলিয়ন বাথ (২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) বাজেট অনুমোদিত হলে ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ নামের এই প্রকল্প চালু হবে।
প্রকল্পটির আওতায় আন্তর্জাতিক পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশের পর দেশের ভেতরে যেকোনো গন্তব্যে বিনামূল্যে উড়োজাহাজে ভ্রমণের সুযোগ পাবেন। একজন পর্যটক সর্বোচ্চ দুটি অভ্যন্তরীণ টিকিট (যাওয়া ও আসা) অথবা একটি একমুখী টিকিট ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে থাকছে ২০ কেজি লাগেজ ভাতাও।
সরকার প্রতিটি একমুখী টিকিটের জন্য ১,৭৫০ বাথ এবং রাউন্ড ট্রিপের জন্য ৩,৫০০ বাথ ভর্তুকি দেবে। ফলে আন্তর্জাতিক টিকিট কিনলেই পর্যটকরা ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট সুবিধা পাবেন।
প্রকল্পটি চলবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে ভ্রমণ করতে হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এতে থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেটসহ ছয়টি এয়ারলাইনস অংশ নেবে।
মন্ত্রী সোরাওং আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ থেকে সরাসরি ৮.৮১ বিলিয়ন বাথ এবং পরোক্ষভাবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথ অর্থনৈতিক প্রভাব আসবে।
এই কর্মসূচির অনুপ্রেরণা এসেছে জাপানের ‘ফ্রি ডোমেস্টিক ফ্লাইটস’ প্রচারণা থেকে। জাপানও এর আগে পর্যটকদের প্রধান শহর থেকে বিভিন্ন অঞ্চলে ভ্রমণে উৎসাহিত করতে এ ধরনের ক্যাম্পেইন চালু করেছিল।
একইসঙ্গে চলমান ‘হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ প্রকল্প সম্পর্কেও তথ্য দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বড় শহরের বুকিং ইতোমধ্যেই পূর্ণ হলেও ছোট শহরগুলোতে প্রায় ৫৪ হাজার আসন এখনো খালি আছে, যা সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সফল হলে প্রকল্পটির দ্বিতীয় ধাপ চালুর বিষয়েও আলোচনা চলছে।
থাইল্যান্ড সরকারের এই পদক্ষেপ কার্যকর হলে বছরের শেষ নাগাদ দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।
(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন