অবৈধ পথে লিবিয়ায় যাওয়া ১৭৫ বাংলাদেশি দেশে ফিরলেন

অবৈধ পথে লিবিয়ায় পাড়ি জমানো ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে নেমেই ফেরত আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, দেশে ফেরা ব্যক্তিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে, পরে তারা নিজ নিজ জেলায় ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আইওএম-এর সহযোগিতায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আটক অবস্থায় থাকা এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
জানা গেছে, ফেরত আসাদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্র পথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হন।
সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন প্রতিরোধে প্রচারণা ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে, পাশাপাশি ফেরত আসাদের পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন