হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ০৯:৩১| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:০৬
অ- অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের পর আগুন লাগে। মুহূর্তেই বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।

তবে ভাগ্যক্রমে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন লাগেনি। এতে বড় ধরনের বিস্ফোরণ বা ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পুরো রিফুয়েলিং স্টেশনটি ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরুর আদেশ
যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাজু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা