নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ৫৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১১:৩৩
অ- অ+

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি নাগরিক। খবর আনাদোলু’র।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘরধসে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এছাড়া ৭০ জন আহত হয়েছেন এবং ২৫৭টি গবাদিপশু মারা গেছে।

জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।

বিশ্বব্যাপী বন্যাকে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হিসেবে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বর্ষণের ধরণ পরিবর্তিত হওয়ায় এই অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি। শুধু ২০২৪ সালেই টানা বর্ষণে নাইজারের আটটি অঞ্চলে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩
গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমিতির পরিচালকদের বিরুদ্ধে সিআইডির মামলা
গণঅভ্যুত্থানকালের মামলার তদন্তে অগ্রগতি: ২৬টির চার্জশিট দাখিল
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা