ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পাল্টা ধাওয়া করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তিন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুপুর ১টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে নিউমার্কেট এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য, এর আগেও শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন