শাহবাগে ৫ হাজার ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ অভিযানে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ আলিম (৩৩) ও মো. তুষার হোসেন (১৮)।
বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া।
ডিবির এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ডিবি উত্তরা বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেইটের সামনে মৎস্য ভবন থেকে শাহবাগগামী পাকা সড়কে অভিযান চালায়। এসময় দুই আসামিকে আটক করা হয়। তাদের কাছ থেকে হালকা গোলাপি রঙের ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম)

মন্তব্য করুন