রূপগঞ্জে নারী, ডেমরায় যুবক: ইয়াবা-ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি র‍্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ২০:৩৮
অ- অ+

রাজধানী ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার রাতে নারায়ণগঞ্জের মুড়াপাড়া ও রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।

র‌্যাব সূত্রে জানা যায়, রবিবার রাতে রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৩২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ মাজেদা (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৭ হাজার টাকা।

একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় আরও একটি অভিযান চালায় র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় ৫৯ বোতল ফেন্সিডিল ও এক বোতল (১ লিটার) বিদেশী মদসহ মো. আরিফ মোল্লা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি রিজভীর
বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা