নীতিগত ও কৌশলগত সিদ্ধান্তে ঘুরে দাঁড়িয়েছে ‘আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক’: ডিজি মেজর জেনারেল সাজ্জাদ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪
অ- অ+

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ ও নীতিগত-কৌশলগত সিদ্ধান্তের কারণে ব্যাংক অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। গত এক বছরে ব্যাংকের কর্মকাণ্ডে এসেছে ইতিবাচক পরিবর্তন।

ডিজি বলেন, তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে জীবিকা ভিত্তিক সম্মিলিত বিনিয়োগ প্রকল্প ‘সঞ্জীবন প্রজেক্টপাইলটিং পর্যায়ে চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সংগঠিত বিনিয়োগ কার্যক্রম ভবিষ্যতে সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সদস্য ও কর্মকর্তাদের জন্য ইতোমধ্যে পারসোনাল লোন চালু করা হয়েছে। সঠিক ঋণগ্রহীতা নির্ধারণের জন্য জেলা কমান্ড্যান্টের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

ডিজি আরও বলেন, ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, অনুমোদিত কাঠামো অনুযায়ী ব্যাংকের জনবল ২ হাজার ৮৭৮ হলেও বর্তমানে কর্মরত আছেন ৭১৬ জন। জনবলের সুষম বণ্টন না থাকায় কার্যক্রমে বিঘ্ন ঘটছিল। এ কারণে নতুন নিয়োগ ও বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ১০৭ জন অফিসার নিয়োগ দেয়া হয়েছে, আরও ১৮৯ জন সিনিয়র অফিসার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর ও ২৬৮ জন অস্থায়ী নিরাপত্তা প্রহরী নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর বিভিন্ন ক্যাটাগরিতে ২২৩ জনকে পদোন্নতিও দেয়া হয়েছে।

ঋণ নীতিমালা সম্পর্কে তিনি বলেন, সমন্বিত ঋণ নীতিমালা-২০১৯ সংশোধন করে সমন্বিত ঋণ নীতিমালা-২০২৫ প্রস্তুত করা হয়েছে। সময়োপযোগী সুদের হার নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ খাতে রাষ্ট্রীয় গ্যারান্টির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে এবং ৭৫০ কোটি টাকার ঋণের সুদ পরিশোধ করে নিয়মিত করা হয়েছে।

আইসিটি খাতে পিছিয়ে থাকা ব্যাংককে আধুনিকীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। সব শাখাকে সিবিএস (কোর ব্যাংকিং সিস্টেম) এর আওতায় আনতে টেন্ডার আহ্বান করা হয়েছে। এজন্য নতুন আইসিটি জনবল নিয়োগ ও ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রক্রিয়াধীন।

ডিজি জানান, ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানি শাখা ছিল ২১টি, যা ২০২৪-২৫ অর্থবছরে নেমে এসেছে ১৮টিতে। একই সময়ে ৫৪ কোটি টাকা প্রভিশন হ্রাস করা গেছে। এছাড়া ৪৪ কোটি টাকার লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে ব্যাংক ২ কোটি টাকার নিট মুনাফা করেছে।

শ্রেণিকৃত ঋণ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুনে ব্যাংকের শ্রেণিকৃত ঋণ ছিল ৩২৫ কোটি টাকা, যা ডিসেম্বরে দাঁড়ায় ৪২৫ কোটি টাকায়। তবে বিভিন্ন কৌশল অবলম্বনের ফলে ২০২৪-২৫ অর্থবছরে ১৯১ কোটি টাকা শ্রেণিকৃত ঋণ আদায় করা সম্ভব হয়েছে। বর্তমানে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৩১ কোটি টাকায়।

ডিজি মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, আয় ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক, টেকসই ও সদস্যবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

সূত্র: বাসস

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির তথ্য চেয়ে এমএলআর পাঠাবে দুদক, নজরে আরও ১৩টি
২০০৭ সালে বরখাস্ত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
ঢাকা উত্তর শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির গ্রেপ্তার
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-হেলালুদ্দীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা