জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

নেত্রকোণা-৪: হাইকমান্ডের কাছে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর, এলাকায় অপ্রতিদ্বন্দ্বী

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৬
অ- অ+

বর্ষায় অথই জলরাশির সাগর আর শীতে দিগন্তজোড়া সবুজ প্রান্তরএই দুই ভিন্ন রূপে সেজে ওঠে নেত্রকোণা জেলার হাওরবেষ্টিত মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা। প্রকৃতি বর্ষাকালে ধারণ করে মোহনীয় রূপ, যেখানে গ্রামগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ। আবার হেমন্তে সেই পানি সরে গেলে দেখা মেলে উর্বর পলিমাটির বিস্তীর্ণ ফসলের মাঠ। প্রকৃতির এই সুন্দর হেঁয়ালিপনার সাথেই ওতপ্রোতভাবে জড়িত এখানকার জীবনযাত্রা।

মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন নিয়ে জাতীয় সংসদের আসন নেত্রকোণা-৪। প্রকৃতির মতোই এই নির্বাচনী এলাকার রাজনীতিতেও বৈচিত্র্য নিয়ে এসেছেন একজন। তিনি একদা বিএনপি সরকারের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলে এখন তার কোনো পদ নেই, অনেকটাই উপেক্ষিত। কিন্তু ভোটের মাঠে এখনো প্রচণ্ড শক্তিশালী। এ কারণেই আগামী সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী তিনি।

১৯৯১ সালে এই আসন থেকে প্রথমবারের মতো বিএনপির টিকেটে সংসদ সদস্য হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। ২০০১ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জায়গা করে নেন বিএনপি-জামায়াত জোটের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন প্রচণ্ড প্রভাবশালী। সে সময় দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন বাবর।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে বিএনপির সংস্কারবাদীদের পক্ষে অবস্থান নেন লুৎফুজ্জামান বাবর। দলের হাইকমান্ডের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তিনি। তবে এতেও রক্ষা হয়নি, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তাকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে।

২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। তবে জেলখানা থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি। সেই নির্বাচনে নিজের শক্তি প্রমাণ করে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর। বিএনপির প্রার্থী ছিলেন তার অনেক পেছনে। বিএনপি পরে বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। কিন্তু বাবর এরপর আর কেন্দ্রীয় কিংবা জেলা বিএনপির কোনো পদ পাননি।

দশ ট্রাক অস্ত্র মামলা আর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এই ডাকসাইটে নেতা। চলতি বছরের জানুয়ারিতে এসব মামলায় বাবরকে খালাস দেয় হাইকোর্ট। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান তিনি। কিন্তু বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তার ঠাঁই হয়নি। তাকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কোনোরকম উৎসাহও দেখাননি।

তবে নিজের নির্বাচনী এলাকায় পেয়েছেন বিশাল গণসংবর্ধনা। কারামুক্তির পর ফেব্রুয়ারিতে তিনি যখন নিজ জেলায় পা রাখেন, তখন সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার মানুষ, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাকে গণসংবর্ধনা জানায়। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিভিন্ন সড়কে তৈরি করা হয় তোরণ, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং কারাগারে থাকলেও নিজের এলাকায় বাবরের জনপ্রিয়তা এবং প্রভাব বিন্দুমাত্র কমেনি, এ যেন তারই বহিঃপ্রকাশ। তার পেছনে এক হয়েছেন স্থানীয় বিএনপির বেশির ভাগ নেতাকর্মী। এতে আগামী নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ের হিসাব-নিকাশও পাল্টে গেছে। কারণ এবার তিনি এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

লুৎফুজ্জামান বাবর কারাগারে থাকার সময় স্থানীয় বিএনপিতে তার অনুসারীদের হাল ধরেছিলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ২০১৮ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। এরপরও সেখানে মনোনয়নের আশায় মাঠ তৈরির চেষ্টায় ছিলেন কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্যতম চৌধুরী আবদুল্লাহ আল ফারুক।

২০১৮ সালের মতো আগামী নির্বাচনেও আবদুল্লাহ আল ফারুক দলের মনোনয়নপ্রত্যাশী। কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে বাবর ভোটের মাঠে ফিরে আসায় অনেকটা পিছিয়ে গেছেন তিনি। এখন মনোনয়ন লড়াইয়ের মাঠে বাবরের একক আধিপত্য।

চৌধুরী আবদুল্লাহ আল ফারুক অবশ্য এখনই মাঠ ছাড়তে রাজি নন। কারণ লুৎফুজ্জামান বাবর শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কি না এ নিয়ে এখনো চূড়ান্ত ফয়সালা হয়নি। কয়েকটি মামলা থেকে হাইকোর্টের আদেশে খালাস পেলেও সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের রায় না হওয়া পর্যন্ত ঝুলে থাকবে বাবরের নির্বাচনী ভাগ্য।

আইনি কারণে লুৎফুজ্জামান বাবর নির্বাচন করতে না পারলে মনোনয়ন-প্রার্থী হবেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তখন মনোনয়নের লড়াইয়ে থাকবেন চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক। তবে এ ক্ষেত্রে স্ত্রীর পাশে থাকবেন বাবর। তাতে মনোনয়নযুদ্ধে এগিয়ে থাকবেন তাহমিনা জামান শ্রাবণী।

আর এভাবেই, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে উপেক্ষিত বাবর এখন নেত্রকোণায় বিএনপির অপ্রতিদ্বন্দ্বী নেতা।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প’ ট্রফি উন্মোচন
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির তথ্য চেয়ে এমএলআর পাঠাবে দুদক, নজরে আরও ১৩টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা