গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৭, অনাহারে ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে মারা গেছেন আরও ৭ জন। রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৪৭ জনের মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২২৬ জন। এর ফলে চলমান হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত আক্রমণে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় মন্ত্রণালয়। তবে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন অন্তত ১৩২ জন। এর ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন আরও ১৪ হাজার ৪২০ জন।
এছাড়া উপত্যকায় খাদ্য ও ওষুধের সংকটে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ জন শিশু।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই গাজায় হামলা চালাতে থাকে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের আক্রমণ শুরু করে আইডিএফ।
এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল।
(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন