উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন, শঙ্কামুক্ত

চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের সফল অস্ত্রোপচার হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রবিবার (১৭ আগস্ট) বিকালে প্রায় দুই ঘণ্টার এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং শঙ্কামুক্ত।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে ফারুকীর অপারেশন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সবাই দোয়া করবেন।
শনিবার রাতে কক্সবাজারে অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব মুকতাদিরুল আহমেদ বলেন, 'স্যার এখন ভালো আছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

মন্তব্য করুন