দুঃখ প্রকাশ করে বললেন
ডাক্তার প্রসঙ্গে আমার বক্তব্য গণমাধ্যমে আংশিক প্রকাশ হয়েছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ডাক্তারদের প্রসঙ্গে দেওয়া তার বক্তব্য কিছু পত্রিকায় আংশিকভাবে প্রকাশিত হয়েছে। এতে অনেকের কাছে ভুল বার্তা যেতে পারে।
রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, 'গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে নিজের ভালো অভিজ্ঞতার কথা বলেছি। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা বলেছি। তবে আমি স্পষ্ট করেছি, এসব সমালোচনা সব ডাক্তারের জন্য নয়। অনেক ডাক্তার ভালো আছেন, আবার কিছু ডাক্তার সম্পর্কে অভিযোগও আছে।'
তিনি জানান, পত্রপত্রিকা তার বক্তব্য পুরোটা প্রকাশ না করায় মনে হতে পারে তিনি ঢালাওভাবে সব ডাক্তারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। 'এটি সঠিক নয়,' উল্লেখ করে তিনি বলেন, 'আমার অভিযোগ একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়।'
আসিফ নজরুল আরও লেখেন, 'আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপিয়েছে, তাতে মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। এতে যে বিপুলসংখ্যক ডাক্তার ত্যাগ, সততা ও দক্ষতা নিয়ে রোগীদের সেবা করেন, তাদের মনে কষ্ট হতে পারে। এজন্য আমি তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।'
তবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।'

মন্তব্য করুন