ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১০:০১| আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৯
অ- অ+

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকাটাইমসকে বলেন, 'ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (১৮ আগস্ট) সকালে আমরা তাকে ঝিনাইদহ পাঠিয়ে দিয়েছি। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে।'

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-হেলালুদ্দীন
সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, জানুন তাদের নাম
যাত্রাবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী আ.লীগ নেতা আল-আমিন গ্রেপ্তার
সিলেটের শ্রীমঙ্গলে গহিন অরণ্যে মিলল ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা