যাত্রাবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী আ.লীগ নেতা আল-আমিন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আল-আমিনকে (৪১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার বিকালে দক্ষিণ যাত্রাবাড়ীর বিদ্যুৎ গলির নিজ বাসা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দীর্ঘদিনের চেষ্টার পর আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি হিসেবে সোমবার তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।”
আল-আমিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা রিয়াজুল হকের ছেলে। তিনি ঢাকা-৫ আসনে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও যাত্রাবাড়ীর আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘মুন্না বাহিনী’র প্রধান হারুনুর রশীদ মুন্নার ঘনিষ্ঠ সহযোগী এবং বাহিনীর দ্বিতীয় ইন-কম্যান্ড (সেকেন্ড ইন কম্যান্ড) হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রায়েরবাগ এলাকায় সংঘটিত হত্যা মামলার অন্যতম আসামি আল-আমিন। গত বছরের ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সড়ক ও জনপথের জায়গা দখল করে ভবন নির্মাণ ও হোটেল ব্যবসা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন খাতের সঙ্গে যুক্তদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে মুন্না বাহিনীর প্রধান হারুনুর রশীদ মুন্নার ছত্রছায়ায় আল-আমিন যাত্রাবাড়ীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বাহিনী এলাকাবাসীকে জিম্মি করে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএম)

মন্তব্য করুন