সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১৩:৩৮
অ- অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল আদেশ দেন। প্রসিকিউশনের দাবি, নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে একটি বাসায় আটক রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়েজঙ্গি অভিযানসাজিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।

নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হারুন অর রশীদসহ আরও দুই কর্মকর্তা।

গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, একই দিনে মানবতাবিরোধী অপরাধ মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, যেই হোকসাক্ষীকে হুমকি দিলে তাকে আইনের আওতায় আনতে হবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানের বিরুদ্ধে মামলার আবেদন
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ
আবারও ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ পেল কোস্ট গার্ড
আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সঙ্গে গেলেন ইউরোপীয় মিত্ররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা