আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সঙ্গে গেলেন ইউরোপীয় মিত্ররা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১৪:২৪| আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:৪৬
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। সঙ্গে নিচ্ছেন জোট ন্যাটোর মহাসচিব, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলরসহ আরও কয়েকজন ইউরোপীয় মিত্রকে। খবর বিবিসির।

মূলত চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনার জন্য ট্রাম্প বৈঠকে ডেকেছেন জেলেনস্কিকে।

এদিকে আজ এনডিটিভির খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছেন যে, জেলেনস্কি যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন তিনি।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার পক্ষ থেকে কিছু নির্দিষ্ট দাবি এসেছে, এ নিয়ে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।

গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, রাশিয়া নিয়ে বড় অগ্রগতি হয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তিচুক্তির ওপর জোর দিচ্ছেন। এই বৈঠকে জেলেনস্কিকে রাখার দাবি করেছিল কিয়েভ। কিন্তু সেটি আর হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং আরও কয়েকজন ইউরোপীয় নেতাকে নিয়ে ওয়াশিংটনে যাচ্ছেন।

এই নেতারা যুক্তরাষ্ট্র গেলেও সবাই হোয়াইট হাউসে বৈঠকে যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়।

গতকাল রবিবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সমর্থিত কোয়ালিশন অব দ্য উইলিং-এর সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের জানান, সোমবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় তারা একটি ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। এই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন জেলেনস্কি।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশ, দানেস্ক-লুহানস্কসহ ইউক্রেনের কিছু অংশ রুশ নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধবিরতিতে যেতে পারেন পুতিন। কিন্তু কিয়েভের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই দুই অঞ্চল ছাড়তে রাজি নন জেলেনস্কি।

এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এক আলোচনায় ইউক্রেন সংকট নিয়ে মতের বনিবনা না হওয়ায় একরকম অপমানিত হতে হয়েছিল জেলেনস্কিকে।

গত ফেব্রুয়ারির এই তিক্ত অভিজ্ঞতা ইউরোপীয় নেতাদের চিন্তার কারণ। ইউরোপীয় কূটনৈতিক মহলে শঙ্কা— ট্রাম্প হয়তো এবারও জেলেনস্কিকে চাপ দিয়ে কোনো শর্ত মেনে নিতে বাধ্য করতে পারেন।

অবশ্যই এরই মধ্যে তলানিতে থাকা ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক জোড়া লাগানোর কাজটি করে গেছেন। গত জুলাইয়ে ট্রাম্প-জেলেনস্কি টেলিফোনে কথা বলেন। জেলেনস্কির মতে, সেটি ছিল তাদের সেরা আলোচনা। ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে গিয়েও দুই নেতা আলাদা বৈঠক করে কথা বলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলায় পিতা ও ভাঙ্গায় বস্তাবন্দি লাশের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানের বিরুদ্ধে মামলার আবেদন
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ
আবারও ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা