র‍্যাব-১০ এর অভিযান

কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলায় পিতা ও ভাঙ্গায় বস্তাবন্দি লাশের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ১৫:৫৪| আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৬:০৩
অ- অ+

কেরানীগঞ্জ ও ফরিদপুরের আলোচিত দুটি হত্যাকাণ্ডের প্রধান আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। কেরানীগঞ্জে সৎ পুত্র হত্যার ঘটনায় ঘাতক পিতা আজহারুল সরদার এবং ভাঙ্গায় বস্তাবন্দি লাশের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলা

কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় তফুরা খাতুন ও তার ছেলে রাকিবুল সরদার বসবাস করতেন। তফুরার প্রথম স্বামী খায়রুল সরদার মৃত্যুর পর তিনি আজহারুল সরদারকে বিয়ে করেন। বিবাহের পর নির্যাতনের শিকার হয়ে তফুরা আদালতের মাধ্যমে আজহারুলকে অনুমান ৩–৪ মাস আগে তালাক দেন। এরপর থেকে আজহারুল নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

গত ১৪ আগস্ট সকাল ৯টায় রাকিবুল কাজের জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন মা তফুরা খাতুন ছেলে খুঁজতে গিয়ে জানতে পারেন যে রাকিবুল তার সঙ্গে নেই। কিছুদিন খোঁজাখুঁজির পর ১৬ আগস্ট সকালে রাকিবুলের মৃতদেহ আজহারুলের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়। মামলাটি দায়ের করা হয় ১৭ আগস্ট।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, গোপন তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে আজহারুল সরদারকে গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহারুল স্বীকার করে যে, ১৪ আগস্ট রাতে সে গামছা দিয়ে শ্বাসরোধ করে রাকিবুলকে হত্যা করেছে এবং মরদেহ গুমের চেষ্টা করেছে।

ভাঙ্গায় বস্তাবন্দি লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা থানাধীন চারালদিয়া গ্রামের বাসিন্দা মো. রেদুয়ান ১৩ আগস্ট বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৪ আগস্ট বিকালে তার মৃতদেহ একটি বিলে ভেসে থাকতে দেখা যায়। হত্যাকাণ্ডের প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে (২৫) র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে। অভিযানে আসামির বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাকু, রক্তমাখা জামাকাপড়, মানিব্যাগ ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল স্বীকার করে যে, ১৩ আগস্ট বিকালে সে রেদুয়ানের সঙ্গে পূর্বে থাকা সমকামিতার সম্পর্কের বিরোধের জেরে তাকে চাকু দিয়ে হত্যা করে এবং মৃতদেহটি বিলে ফেলে দেয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটের ডিসি হলেন র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম
ধর্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানের বিরুদ্ধে মামলার আবেদন
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ
আবারও ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা