পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে, যদি...

চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
মাতৃত্বকালীন ছুটির জন্য পুরুষদের তিনটি শর্ত মানতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, এর শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে। একজন পিতা কতক্ষণ বাচ্চাকে দেখেছেন, বাচ্চার প্যাট পরিষ্কার করেছেন, মায়ের সেবা করছেন- এসব লিখিতভাবে দিতে পারলে আমি রাজি আছি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চা দুধ পাবে। দেশে দারিদ্র্য হার বেশি, সরকারি হিসেবে কোথাও ২০, আবার কোথাও ২৫ শতাংশ। বেসরকারি হিসেবে আরো বেশি। অনেক মা ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পারেন না। শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য মায়েদেরও যত্ন নিতে হবে।
উপদেষ্টা বলেন, শাল দুধ শিশুর জন্য উপকারী, শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। আশির দশকে ক্যাম্পেইন হতো। একটা মা যখন মা হতে চায়, তখন থেকে পরিচর্যা শুরু হয়। মাকে কাঠখড় পোহাতে হয়। পরিবারে সবাই সবার খোঁজ নিতে হবে। বউয়ের খোঁজ নিতে হবে শাশুড়িকে, আবার শাশুড়ির খোঁজ নিতে হবে বউকে। আমাদেরকে সেবা নিতে জানি, সেবা দিতে জানি কম।
কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, বিবিএফের চেয়ারম্যান অধ্যাপক এস কে রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএম)

মন্তব্য করুন