জাপান ভিসা সফলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়াতে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, ভিসা সফলতা নিশ্চিতকরণ ও প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এজন্সিও শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্টস’ সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বিএসএসএজে)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। সভাপতিত্ব করেন বিএসএসএজে প্রেসিডেন্ট নাগামাৎসু ফারুক।
আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. ফজলুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. ফারুক হোসাইন, কারিগরি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন, ইউনিভার্সিটি অব হিয়োগো, জাপান-এর প্রফেসর ড. বিষ্ণু কুমার অধিকারী, জেবিসিআই ও সিইও, টেকনোব্রেইনস লিমিটেডের ডিরেক্টর আহমেদুল ইসলাম বাবু, বিএসএসএজের উপদেষ্টা অধ্যাপক অজয় মৈত্র।
সেমিনারে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া, সাংস্কৃতিক অভিযোজন, জাপানের জীবনযাত্রা এবং সঠিক প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সঠিক তথ্যভিত্তিক প্রস্তুতি ও জাপানের আইন-কানুন সম্পর্কে সচেতনতা ভিসা সফলতার অন্যতম প্রধান উপাদান। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে এবং বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন তারা।
সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০০ জন জাপানি ভাষার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাপানে শিক্ষার্থী প্রেরণকারী এজেন্সিগুলোর পরিচালক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও জাপানস্থ একাডেমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/মোআ)

মন্তব্য করুন