জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগে ‘হিন্দু আইন’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
সেমিনার পরিচালনা করেন কোর্স ইন্সট্রাক্টর ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিজ্ঞ বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম। দিনব্যাপী আলোচনায় তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সেমিনারকে প্রাণবন্ত করে তোলেন।
শিক্ষার্থীদের আটটি গ্রুপে ভাগ করে হিন্দু আইনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা উপস্থাপন করানো হয়। এতে উঠে আসে হিন্দু আইনের ঐতিহাসিক উৎপত্তি, পারিবারিক আইন, বিবাহ ও বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সম্পত্তি বণ্টনসহ নানা প্রাসঙ্গিক বিষয়। উপস্থাপনা শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তরে অংশ নেন, যা আলোচনা আরও সমৃদ্ধ করে।
শেষ পর্বে বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু আইনের বর্তমান অবস্থা, এর প্রয়োগ, সীমাবদ্ধতা ও সংস্কারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, 'হিন্দু আইন কেবল একটি প্রথাগত বা ধর্মীয় আইন নয়; আধুনিক সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পারিবারিক ভারসাম্য রক্ষায়ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।'
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, পাঠ্যপুস্তকের বাইরের এই ধরনের গ্রুপভিত্তিক আলোচনা তাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আইনকে কেবল তত্ত্ব নয়, বরং সমাজে তার বাস্তব প্রয়োগ ও প্রাসঙ্গিকতা বোঝার ক্ষেত্রে এ আয়োজন সহায়ক হয়েছে বলেও তারা মত প্রকাশ করেন।
দিনব্যাপী এ সেমিনার শেষে শিক্ষার্থীরা হিন্দু আইনের মৌলিক কাঠামো ও আধুনিক প্রয়োগ সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন।

মন্তব্য করুন