সাবেক এমপি কাজী নাবিলসহ প্রভাবশালী তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জেমকন গ্রুপের মালিক ও যশোরের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদসহ প্রভাবশালী তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
বাকি দুই ব্যবসায়ী হলেন— এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। গত ২ অক্টোবর নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
এদিকে পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ থেকে পালিয়ে যান যান জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ এবং এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। এর আগে ১৮ ফেব্রুয়ারি জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। জেমকন গ্রুপের মালিকানায় রয়েছে— ইউল্যাব বিশ্ববিদ্যালয়, চেইন সুপার সপ মীনা বাজার, কাজী টি অন্যতম।
অন্যদিকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে করা মামলায় দুদক বলছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ৮০ কোটি টাকা আত্মসাতের করেছেন। চটপটির দোকান ও রেস্তোরাঁ ব্যবসার নামে ভুয়া প্রতিষ্ঠান খোলেন তিনি। এসব প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড টাকা তুলে আত্মসাৎ করা হয়। এ মামলায় সাইফুল আলম ছাড়া আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
আর জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৫টি ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, ঋণের নামে এই অর্থ তুলে আত্মসাৎ করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ ২১ জনকে।

মন্তব্য করুন