শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, ২২:৩৪
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এর অংশ হিসেবে স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস সংস্কার এবং আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ কথা বলেন ভিসি।

গ্রামীণফোনের সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্য ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি সারাদেশের নয় শতাধিক কলেজ যুক্ত হয়।

উপাচার্য ড. আমানুল্লাহর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রফেসর এ ফায়েজ বলেন, শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। এই চেতনা ধরে রেখে দেশ ও জাতি গঠনে নতুন শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনবল হয়ে ওঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, বর্তমান জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। তবে সাইবার বুলিং থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, আজ থেকে শুরু হলো ইউনিসেফ ও ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগ। গর্বিত অংশীদার হিসেবে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের এমন দক্ষতা, যোগাযোগ ও সুযোগ প্রদানে, যা তাদের সফলভাবে কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা করবে।

ইউনিসেফের প্রতিনিধি আরও বলেন, একটি দেশে যেখানে আট লাখেরও বেশি স্নাতক বেকার, সেখানে ইউনিসেফের বৈশ্বিক কর্মসূচি জেনারেশন আনলিমিটেড-এর আওতায় এই উদ্যোগটি শিক্ষাকে কর্মসংস্থান ও সুযোগে রূপান্তরের একটি প্রচেষ্টা। এর ফলে আরও বেশি তরুণ, বিশেষ করে তরুণীরা, আত্মবিশ্বাসের সঙ্গে কাজের জগতে প্রবেশ করে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই ও ডেটা সায়েন্স-এর ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, অধিভুক্ত কলেজে ক্যারিয়ার ক্লাব গঠন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ পাবে ছাত্ররা।

উপাচার্য বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে পরীক্ষা পদ্ধতি সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা যায় ২০২৬ সালের মধ্যে সেশন জট ৭০-৮০ শতাংশ কমে আসবে।

প্রফেসর আমানুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শহিদ শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দেয়া হয়েছে। জুলাই শহিদদের স্মরণে কলেজ শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

পরে সাইবার সেফটি গেমস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং ভোট অফ থ্যাঙ্কস জানান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের পরিচালক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট//জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা