গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছেন। এতে গাজার মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ১০০ জনে। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৩ জন। খবর আনাদোলু’র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন ৩৪৩ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।

মন্ত্রণালয় আরও জানায়, অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত মোট ২৬৬ জন মারা গেছেন। এর মধ্যে ১১২ জন শিশু।

অবরুদ্ধ গাজায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও টানা ইসরায়েলি হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৫১৮ ফিলিস্তিনি নিহত এবং ৪৪ হাজার ৫৩২ জন আহত হয়েছেন।

এদিকে, মানবিক সহায়তা সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ৩১ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৯৬ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন।

গাজার প্রায় ২৪ লাখ মানুষ চলমান অবরোধে চরম মানবিক সংকটে ভুগছেন। খাদ্য, ওষুধ ও মৌলিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞের কারণে তারা অনাহার, রোগব্যাধি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর, সৌদিয়া ফ্লাইটে ৫০% পর্যন্ত ছাড়
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল
সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ আল ফারুক বরখাস্ত
সচিব হলেন আরও দুই কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা