উৎমাছড়ায় বিজিবির অভিযান, অবৈধভাবে মজুদকৃত দুই লাখ ঘনফুট পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় উৎমা বিওপির দায়িত্বপূর্ণ আদর্শগ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।
বিজিবি জানায়, উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। তবে কয়েক বছর ধরে কিছু অসাধু চক্র এখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের জন্য বিভিন্ন স্থানে মজুদ করে আসছিল। কঠোর নজরদারি ও নিয়মিত টহলের কারণে এসব পাথর পাচারের আগেই আটক করা সম্ভব হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে বিজিবি সবসময় সচেষ্ট। অবৈধভাবে উত্তোলিত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন