মাছ ধরার ছলে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির হাতে এক লাখ ট্যাবলেট উদ্ধার

টেকনাফে নাফ নদী দিয়ে পাচারের সময় এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টেকনাফ ২ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী নাফ নদীতে বিশেষ নৌ-টহল জোরদার করা হয়।
দুপুরে নাফ নদীর শূন্য রেখার কাছে একটি সন্দেহজনক জেলে নৌকাকে ধাওয়া করলে দুজন পাচারকারী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতর প্লাস্টিকের প্যাকেটে লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও বলেন, মাদক পাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































