পাবনায় সন্ত্রাসী ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১৩:৪১| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৪:৪৯
অ- অ+

পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনীর আস্তানায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

আতাইকুলা থানার পুলিশ জানায়, চতরা বিলের ওই এলাকায় ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে গেলেও দুইজন আটক হয়েছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্থানীয় ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে বড় কোনো নেটওয়ার্কের সাথে এই ঘটনার সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যন্ত চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ময়েজ বাহিনী সাধারণ মানুষকে চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য অপরাধের মাধ্যমে জিম্মি করে রেখেছিল। কয়েকদিন পর্যবেক্ষণের পর মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় কম দেখা গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত, যা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত
বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি
বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা
রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা