অনিয়ম-দুর্নীতি করিনি, নিয়ম মেনে বহিষ্কারও হয়নি: মাহিন সরকার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে নিয়ম মেনে তাকে বহিষ্কার করা হয়নি, এর আগে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন এনসিপির সদ্য বহিষ্কৃত এই নেতা। সোমবার রাতে তিনি এসব কথা জানান।
মাহিন সরকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। তবুও কেন শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলো, জানি না। ডাকসু নির্বাচনে দলের পক্ষ থেকে আরও নিচের পদে লড়তে আপত্তি নেই বলে জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। শুধু এনসিপি নয়, কোনো দলের গঠনতন্ত্রেই নেই যে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া যাবে না।
নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, নির্বাচন করবো, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে— এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসাবে পরিগণিত হয়েছে। এজন্য সোমবার রাতে মাহিন সরকারকে স্বপদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)

মন্তব্য করুন