তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৬| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:১২
অ- অ+

শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ—এই তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপন জারির মাধ্যমে রেহানা পারভীনকে বদলি করা হয়। উল্লেখ্য, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব।

পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সিনিয়র সচিব হয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। সোমবার জারি করা প্রজ্ঞাপনে তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে শিক্ষার্থীদের আপত্তির মুখে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রবিবার (১৭ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন চলতি মাসের ৪ আগস্ট অবসরে গেছেন।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার
খিলগাঁওয়ে ভবনের ছাদে লুকানো পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা