খিলগাঁওয়ে ভবনের ছাদে লুকানো পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৯| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:১৪
অ- অ+

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোর পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে খিলগাঁও থানা পুলিশের সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে।

মঙ্গলবার সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাতে বিশেষ টহলদানকালে এসআই (নি.) মো. রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স স্থানীয় এক বাসিন্দার দেওয়া তথ্যে মেরাদিয়া মধ্যপাড়ার ছয়তলা ভবনের ছাদে অভিযান চালায়। এসময় ওই ছাদের পূর্ব পাশের কাঠ রাখার কক্ষ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বাট নম্বর ৬৩৯৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনেই তা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিব উপাচার্যের বাসভবনে সংঘটিত সহিংসতা তদন্তে অস্পষ্টতা: ডিন মোজাম্মেল হকের পদত্যাগ
ট্রাম্প-জেলেনস্কির বৈঠক সফলভাবে শেষ হয়েছে: ন্যাটো মহাসচিব
উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা