রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫০| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫১
অ- অ+

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোট ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে সরকারের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এসব মামলা শুধু অভিযুক্তদের নয়, তাদের পরিবারকেও গভীর ভোগান্তির মধ্যে ফেলেছিল। একইসাথে বিচারব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশকেও বিকৃত করেছিল।

ঘোষণায় আরও বলা হয়, মামলা প্রত্যাহারের এই পদক্ষেপের মাধ্যমে অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ কেবল নিরপরাধ মানুষকে হয়রানি থেকে মুক্ত করবে না, বরং বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনবে। এতে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার
খিলগাঁওয়ে ভবনের ছাদে লুকানো পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা