রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১৪:০৯| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৫:২৫
অ- অ+

রাজবাড়ী জেলার মুচিদহ এলাকায় আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মকিম মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার রাতে ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আমজাদ খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে মকিম মণ্ডলসহ অপর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ এই মামলার তদন্তে বিশেষ নজরদারি চালিয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মকিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত
বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি
বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারিতেই নির্বাচন, দৃঢ়প্রতিজ্ঞ সরকার: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা