‎জেনেভা ক্যাম্পে শিশু হত্যা: ২৬ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১৪:৫৪| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৬:৫৯
অ- অ+

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৬ জনকে জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি করেন।

‎গ্রেপ্তার দেখানোর আসামিরা হলেন—নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, মো. রাসেল, মো. হিরা, মো. আল আমিন, মো. জামিল, মো. ফয়সাল হোসেন, মো. গোলাম রসুল, মো. মোস্তাক, মো. সাইদ হোসেন, মো. শুভ, মো. রাকিব, মো. সেলিম, মো. শাওন, মো. মাসুদ রানা, মো. আকাশ, মো. ইসতিয়াক, মো. রাশেদ, মো. রাসেল, মো. রাজ, মো. রাজিব, মো. বশির, মো. পাপ্পু, শাহ আলম, মো. আজাদ হোসেন ও ফয়সাল হোসেন।

‎গত ১২ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম তাদের শিশু শাহ আলম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

‎মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বহন করে থাকেন। এ ঘটনার সাত দিন আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্প এলাকায় একাধিক মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত ১১ আগস্ট সকাল থেকে খণ্ড খন্ডভাবে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিল। ওইদিন পৌনে ৩টার দিকে আসামিরা বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, ককটেল নিয়ে নিজেদের মধ্যে বড় ধরনের মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ভুক্তভোগী শাহ আলম বছিলা থেকে তার নানির সঙ্গে দেখা করার জন্য জেনেভা ক্যাম্প এলাকায় যায়। সেখানে যাওয়ার পর বিকেল তিনটার দিকে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় গত ১৩ আগস্ট নিহতের পিতা মো. রুবেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেরানীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেলেন ৩৫৫ জন
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ: স্বপ্ন না বাস্তবতা?
বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি
বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা