আমিরাতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক আমিরাত প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, ১৩:৫৩| আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৪:৫২
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৭ আগস্ট) রাতে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ শরাফত আলীর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দিন খান, বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাস আল খাইমাহ, বিএনপির সাবেক উপদেষ্টা ও সিআইপি আক্তার হোসেন, সাবেক দুবাই বিএনপির সহ-সভাপতি সিআইপি মোহাম্মদ নজরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জহিরুল ইসলাম, ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবি উল্লাহ, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাঈদ, আজমান রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কবির হোসেন, বিএনপি নেতা আজিম উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসেন খান, আবির বিএনপির প্রধান উপদেষ্টা শওকত হায়াত, আল শাজ্জা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, যুবদলের সহ-সভাপতি জানে আলম, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ একলাস, আজমান যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, সাবেক দুবাই বিএনপি নেতা মোহাম্মদ এনাম , শারজাহ বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, দুবাই যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মাহামুদ, যুব নেতা প্রকৌশলী তানভীর, রাস আল খাইমাহ যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন খন্দকার ও মুসাফফা যুবদলের মহিলা নেত্রী আমেনা বেগমসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ জন্য তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বলেন, যখনই দেশে স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে তখনই দেশনেত্রী ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উওরসূরী আগামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ৩১ দফার রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎শিশু হত্যা মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত
বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি
বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা
রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা