ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ, জানুন কারণ

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না। শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব সরে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
তিনি সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চীফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার সে আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
গাজী এমএইচ তামীম জানান, বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে ছিলেন।
গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী হাসানুল বান্না।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)

মন্তব্য করুন