জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে

যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শরিফুর ইসলামকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. হুমায়ুন কবীর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শরিফুল ইসলামের আইনজীবী এম জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত শরিফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার বিকেলে তাকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ৩ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় মো. পলাশ হোসেন গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২০ এপ্রিল ভুক্তভোগী পলাশ নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়। মামলায় ৩১ নম্বর এজাহারনামীয় আসামি হলেন শরিফুল ইসলাম।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএস/মোআ)

মন্তব্য করুন